• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভৈরবে বাড়ছে তথ্যপ্রযুক্তি অপরাধ

‘আমি এসআই মিজান বলছি, ১০ হাজার টাকা দেন’

মো. আল আমিন টিটু, ভৈরব

  ০৩ মে ২০১৮, ১৬:৩৩

‘হ্যালো, আমি ভৈরব থানার এসআই মিজান বলছি- ভাই আপনার ভাবী হাসপাতালে। অপারেশন করাতে হবে। যদি কিছু মনে না করেন আমাকে ১০ হাজার টাকা দেন। কাউকে বলবেন না। বুঝেনেই তো বিপদে আছি। মানুষের কাছে বলে আর লজ্জা দিবেন না। আমি টাকাটা ২-৩ দিনের মধ্যেই ফেরত দিয়ে দিব।’ এমনিভাবে পুলিশের নাম ভাঙিয়ে ভৈরব শহরে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র।

সম্প্রতি মোবাইল ফোনে টাকা দাবির এই ঘটনা নিয়ে থানায় হাজির হন এক ব্যক্তি। পরে তিনি ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমানের মাধ্যমে জানতে পারেন থানায় এসআই মিজান নামের কোনো পুলিশ কর্মকর্তা নেই।

--------------------------------------------------------
আরও পড়ুন :স্কুলছাত্রী তাসফিয়ার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য, মামলা
--------------------------------------------------------

এদিকে গেল সপ্তাহে শহর ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলামের ফেসবুক আইডি হ্যাক করা হয়। পরে হ্যাকাররা তার একাধিক ফেসবুক বন্ধুর কাছে ম্যাসেস পাঠিয়ে কারো কাছে ৫ হাজার, কারো কাছে ২ হাজার টাকা দাবি করেন। এ ঘটনায় তিনি বেশ বিব্রত হন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তার আইডি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে সাইফুল ইসলাম তার আইডি বন্ধের জন্য ফেসবুক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছেন।