• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শ্রমিকদের সঙ্গে তুই-তুকারি নয়: পর্যটনমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ০১ মে ২০১৮, ১৯:১০

শ্রমিকদেরকে তুই-তুকারি করা যাবে না। তাদেরকে সম্মান করে কথা বলতে হবে। একজন রিকশাওয়ালাকেও সম্মান করে কথা বলা উচিৎ। বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদেরকে তাদের অধিকার আদায় করে নিতে হবে। তাদের সম্মান আদায় করে নিতে হবে। তবে বেআইনিভাবে আপনারা হরতাল করবেন না, মিল-কারখানা বন্ধ রাখবেন না।

পর্যটনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শ্রমিকদের অধিকার আদায়ের জন্য জাতীয় শ্রমিক লীগ গঠন করেন। তিনি শ্রমিকদের সঙ্গে আপনি করে কথা বলতেন। শ্রমিকদের জন্য ৮ ঘণ্টা কাজ করার সময় নির্ধারণ করা হয়েছে। এর বেশি কাজ করতে বললে আপনারা করবেন না। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার।

মন্ত্রী বলেন, শিশুদেরকে গার্মেন্টস, পরিবহন ও নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন পেশায় কাজ করতে দেখা যায়। শিশুশ্রম বেআইনি এবং জঘন্য অপরাধ। শিশুশ্রমে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।