• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

১৪৪ ধারা ভেঙে ধান কাটলো প্রতিপক্ষ, নীরব ছিলো পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি

  ০১ মে ২০১৮, ১৭:৩৬

কুষ্টিয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষের লোকজন পাকা ধান কেটে নিয়েছে। ধান কাটার খবর পেয়েও পুলিশ নীরব ছিল বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ঝাউদিয়া গ্রামের নাজমুল হায়দারের ৬৫ শতক জমি নিয়ে মাঝপাড়া গ্রামের মজিদের সঙ্গে আদালতে মামলা চলছে। গত ২৪ এপ্রিল এই জমির ওপর ১৪৪ ধারা জারি হয়। এর আগে জমিটি নাজমুলের কাছ থেকে বর্গা নিয়ে বোরো ধান লাগায় এলাকার গরিব চাষি সোহরাব মিয়া ও মতিয়ার রহমান।

এদিন সকালে লোকজন নিয়ে এই জমির ধান কাটতে শুরু করেন মজিদ। বিষয়টি ঝাউদিয়া ক্যাম্পের পুলিশকে জানান নাজমুলের ভাইয়ের ছেলে নাঈম। প্রায় দেড়ঘণ্টা দেরিতে আসে পুলিশ। ইতোমধ্যে ধান নিয়ে যেতে শুরু করে মজিদ ও তার লোকজন। এটা দেখেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ।

ঝাউদিয়া ক্যাম্পের ইনচার্জ সুলতান আজম বলেন, খবর পাওয়া মাত্রই ফোর্সসহ এসআই আলমগীর হোসেনকে পাঠানো হয় ঘটনাস্থলে। আমি পরে গিয়ে দেখি জমি ফাঁকা। আর এই জমিতে ১৪৪ ধারা জারি থাকার বিষয়টি আমি পরে জেনেছি।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় ভাই-বোনসহ ৩ শিশুর ডুবে মৃত্যু
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
ব্রাহ্মণবাড়িয়ায় ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
X
Fresh