• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি

  ০১ মে ২০১৮, ১৫:৫৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে ৪ লাখ ৫৪ হাজার ৩৬০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। পাশাপাশি ইয়াবা পরিবহনের দায়ে এক যুবককে আটক করা হয়েছে। এছাড়া ইয়াবা বহনের দায়ে একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ও পিকআপভ্যানের আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার ভোরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়ার নির্দেশনায় পরিদর্শক রাজু আহাম্মদ, এসআই মহির উদ্দিন খাঁন, এএসআই হাফিজ, এএসআই কাইয়ুম, এএসআই দিদার ও সঙ্গীয় ফোর্স টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার ৩৬০ পিস ইয়াবা ও পিকআপভ্যানটি জব্দ করেছে।

ওসি রনজিত কুমার বড়ুয়া আরটিভি অনলাইনকে জানান, উদ্ধারকৃত পিকআপভ্যানের মালিক ও চালকের বিরুদ্ধে যাচাইক্রমে মামলা রুজু করা হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ
--------------------------------------------------------

এদিকে সকাল সাড়ে ৭ টার দিকে সাবরাং বেইঙ্গা পাড়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ মাহমুদুল হক (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। মাহমুদুল হক ওই এলাকার এখলাছ মিয়ার ছেলে।

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
X
Fresh