• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ

সাভার প্রতিনিধি

  ০১ মে ২০১৮, ১৪:১৬

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন একটি তৈরি পোশাক শ্রমিকরা। ফলে ওই মহাসড়ক দিয়ে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কটির সাভার বাজার বাসস্ট্যান্ডে এই অবরোধ করেন তারা। অবরোধকারী শ্রমিকরা সাভার পৌর এলাকার আড়পাড়া মহল্লার আব্বাস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

শ্রমিকরা জানায়, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের বেতন বকেয়া রেখে তা পরিশোধে টালবাহানা করছে কারখানা কর্তৃপক্ষ।

সালমা নামের অবরোধকারী এক শ্রমিক আরটিভি অনলাইনকে জানান, কারখানাটিতে প্রায় ছয়শ’ শ্রমিক কাজ করেন। বকেয়া বেতন পরিশোধের কথা বলে সর্বশেষ গত রোববার প্রত্যেক শ্রমিককে নামমাত্র এক হাজার টাকা করে দেয় মালিকপক্ষ।

--------------------------------------------------------
আরও পড়ুন : বৌয়ের মান ভাঙাতে গিয়ে শ্বশুরবাড়িতে যুবক খুন
--------------------------------------------------------

মঙ্গলবার সমস্ত পাওনা পরিশোধের কথা বলে মালিকপক্ষের কোনো কর্মকর্তা অফিসে আসেনি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির আরটিভি অনলাইনকে জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষকে বাধ্য করা হবে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
তুচ্ছ ঘটনায় সৈয়দপুরে ৩ ঘণ্টা সড়ক অবরোধ, চরম ভোগান্তি
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
X
Fresh