• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

চাঁদপুর প্রতিনিধি

  ০১ মে ২০১৮, ১০:৪৯

দুই মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরতে নেমেছেন জেলেরা। গতকাল সোমবার অভয়াশ্রম কর্মসূচি শেষ হয়েছে। তবে কারেন্ট জাল ছাড়া সকল প্রকার জাল দিয়ে মাছ ধরতে পারবেন জেলেরা।

সরকার ইলিশ সম্পদ উন্নয়নে পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ মাছসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ এলাকার মধ্যে ছিল চাঁদপুরের মতলব উত্তর ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত একশ’ কিলোমিটার এলাকা।

চাঁদপুরের মেঘনায় মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছেন ৪৫ হাজার নয়শ’৭৮ জন জেলে। তাদের মধ্যে ৪১ হাজার একশ’ ৮৯ জন জেলেকে সরকার নিষিদ্ধ সময়ে ৪০ কেজি করে চাল দিয়েছে।

নগদ অর্থ উপার্জনের ব্যবস্থা না থাকলেও চাঁদপুরের জেলেরা নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরতে নামেননি। তারা এই সময়টাতে নগদ অর্থ আর বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন।