• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খুলনায় তরুণ ভোটাররাই হবেন ট্রাম্পকার্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৮, ২২:৫৯

খুলনা সিটি করপোরেশনে গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে প্রায় ৫৩ হাজার। নতুন ভোটাররা তাই প্রতীক্ষায় রয়েছেন তাদের অধিকার প্রয়োগের। বাসযোগ্য নগরী গড়তে সক্ষম ব্যক্তিকেই ভোট দিতে চান তারা। প্রার্থীদেরও প্রত্যাশা সঠিক সিদ্ধান্ত নেবেন নবীনরা।

রূপসা ও ভৈরব নদের তীরে গড়ে উঠা খুলনা সিটির আয়তন ৪৫ দশমিক বর্গ কিলোমিটারের উপরে। শিল্প ও বাণিজ্যে প্রসিদ্ধ এ নগরী এখন সরগরম নির্বাচনী প্রচারে।

ভোটারদের মন পেতে ব্যস্ত সময় কাটছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীদের। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে গণসংযোগ। জয় পরাজয়ের ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারেন নতুন ভোটাররা। কমিশনের তথ্য অনুযায়ী এ সিটিতে এবার নতুন ভোটার ৫২ হাজার আটশ’ ৮৮জন। প্রথমবারের মতো ভোট দিলেও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান তারা।

স্থানীয় এক যুবক জানান, যুবকদের জন্য যিনি কাজ করবেন তাকেই আমরা নির্বাচিত করব। এছাড়া নগরীতে অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানে যিনি কাজ করবেন বলে আমাদের মনে হবে এমন নতুন প্রার্থীকেই আমরা বেছে নেব।