• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সারা দেশে বজ্রাঘাতে ১৫ জনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৮, ১৫:২২

সারা দেশে বজ্রাঘাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে ৪, রাজশাহীতে ৩, জামালপুরে ২, পাবনায় ১, মৌলভীবাজারে ১, সুনামগঞ্জে ১, রাজবাড়ীতে ১, হবিগঞ্জে ১ ও রাঙামাটিতে ১ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল থেকে দুপুর দুইটার মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ: জেলায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। এদের মধ্যে তিনজনের বাড়ি রূপগঞ্জে এবং অপর একজনের বাড়ি সোনারগাঁয়ে। নিহতদের মধ্যে ৩ জন কৃষক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, দুপুরে উপজেলার তারাব পৌরসভার টেটলাব গ্রামের কিশোর ফরহাদ (১৫) একটি বিলে মাছ ধরার সময় বজ্রাঘাতে নিহত হয়। সে মাদারীপুর জেলার শিবচর এলাকার জলিল শেখের ছেলে। একই সময়ে ভোলাব ইউনিয়নের টাওড়া গ্রামের নুরুল হকের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৩৪) জমিতে ধান কাটার সময় বজ্রাঘাতে নিহত হন ও তার সঙ্গে থাকা হাশেম মোল্লা (৪০) আহত হন। পরে আহত হাশেম মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রফিকুন নাহার আরটিভি অনলাইনকে জানিয়েছেন, বজ্রাঘাতে আহত হামেশ মোল্লাকে গুরুতর অবস্থায় এলাকাবাসী নিয়ে এলে তাকে চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় হাশেম মোল্লার মৃত্যু ঘটে। এদিকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, একই সময়ে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে ওবায়দুল (৩২) জমিতে ধান কাটার সময় বজ্রাঘাতে নিহত হন। এসময় তার সঙ্গে থাকা নুরুল ইসলামের ছেলে সাদেক (৩৫) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের উপাচার্য কার্যালয় ঘেরাও
--------------------------------------------------------

রাজশাহী: রাজশাহীতে কালবৈশাখী ঝড় ও বজ্রাঘাতে ৩ জন নিহত হয়েছে। সোমবার সকালে বানেশ্বর ইউনিয়নের নওপাড়া গ্রামের আরেজ উদ্দিনের ছেলে ইয়াকুব আলী। তিনি সকালে বাড়ির পাশের বেগুন ক্ষেতে কিটনাশক প্রয়োগ করছিলেন। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। এদিকে, গোদাগাড়ীর আইনাপুকুর এলাকায় ধান কাটতে গিয়ে বাবলু নামের এক কৃষক বজ্রাঘাতে নিহত হয়েছেন। এছাড়া রাজশাহী মহানগরীর মতিহার থানার চেচড়িবিল এলাকায় এক ইটভাটার শ্রমিক বজ্রাঘাতে নিহত হয়েছেন।

জামালপুর: জামালপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। নিহত হয়েছেন ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বকুল মিয়া এবং ধান কাটার সময় সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামপাড়া গ্রামে আলিফ উদ্দিনের ছেলে কৃষক হাবিবুর রহমান বজ্রাঘাতে গুরুতর আহত হন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত আব্দুর রাজ্জাক জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় বজ্রাঘাতে অজ্ঞাতপরিচয়(৩৩)এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়ার পল্টুনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে তমিজ উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ: জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে জামখলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে মো. এয়াহিয়া(৪২)নামে এক ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের বাড়ি সিলেটের খানাইঘাটা থানায়। সোমবার সকাল আটটায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে বজ্রাঘাতে একজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে গেছে।

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রাঘাতে মো. মতিন শেখ (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ঝাউডাঙ্গি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রাঘাতে শামসুল হক (৪০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রাঘাতে মনছুরা বেগম(৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মনছুরা বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার বাসিন্দা।

নিহতের ঘটনা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, গতকাল রোববার দুপুর একটার দিকে জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকার বাসিন্দা মনছুরা বেগম বজ্রাঘাতে নিহত হয়েছেন।

আরও পড়ুন :

এসএস/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু
শিবচরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 
পাকিস্তানে ভারী বৃষ্টি-বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু
বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১
X
Fresh