• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খুলনা সিটি নির্বাচন বর্জনের হুমকি শ্রমিকদের

খুলনা প্রতিনিধি

  ৩০ এপ্রিল ২০১৮, ১০:৩৯

খুলনায় বন্ধ কয়েকটি পাটকল চালু করলেও বেতনভাতাসহ সুযোগ সুবিধা পাচ্ছে না প্রায় ৫০ হাজার শ্রমিক পরিবার। এর ফলে ১১ দাবিতে তারা আন্দোলন শুরু করে। আর দাবি মানা না হলে সিটি নির্বাচনে ভোট না দেয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

খুলনা মহানগরীর বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বন্ধ করে দেয়া হয় খালিশপুর-দৌলতপুর শিল্পাঞ্চলের পাটকলসহ ৮টি শিল্প-কারখানা। বর্তমান সরকার খালিশপুর জুট মিল, দৌলতপুর জুটমিল এবং পিপলস মিলসহ চারটি পাটকল চালু করে। কিন্তু ৯টি সরকারি পাটকল শ্রমিকরা কয়েক মাসের বকেয়া মজুরি ও ভাতা না পেয়ে বকেয়া বেতন-ভাতাসহ ১১দফা দাবিতে আন্দোলন শুরু করে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ‘সিটি নির্বাচনে সেনা নয়, ভোটকেন্দ্রে সিসিটিভি থাকবে’
--------------------------------------------------------

পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বলেছেন, সিটি নির্বাচনের আগেই মজুরি কমিশনসহ ১১দফা দাবি পূরণ না হলে নির্বাচনে ভোট দিবে না পাটকল শ্রমিকরা।

গতকাল রোববার বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ১১ দফা দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ করে।