• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

খুলনা প্রতিনিধি

  ২৯ এপ্রিল ২০১৮, ১১:০৫

খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, বদলি শ্রমিক স্থায়ীকরণ, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। এতে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

রোববার সকাল ৯টার দিকে শ্রমিকরা রাজপথ ও রেলপথ অবরোধ শুরু করেন। অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : জিরো পয়েন্টের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধিরা
--------------------------------------------------------

খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুট মিলের শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে এবং আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন ও আলীম জুট মিলের শ্রমিকরা মিলের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন।

পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক দ্বীন ইসলাম বলেন, বিজেএমসির অন্যান্য মিলের ন্যায় সুযোগ-সুবিধা দেয়াসহ ১১ দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি মানা হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সিটি করপোরেশনের ভোটকেন্দ্রে যাবো না।

তিনি বলেন, আগামী ৪ মে শ্রমিক সমাবেশের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুচ্ছ ঘটনায় সৈয়দপুরে ৩ ঘণ্টা সড়ক অবরোধ, চরম ভোগান্তি
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
উপাচার্যের আশ্বাসে জাবিতে অবরোধ কর্মসূচি স্থগিত
গাইবান্ধার জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
X
Fresh