• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ২, আহত ২০

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৮, ১৭:৩৯

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার তাবিজল (৫৫) ও রাজা (৪৫)। আহতদের মধ্যে রংপুর জেলার আলমপুর গ্রামের আবুল কালাম (৪০), কুড়িগ্রামের তছলিম (৫৫), গাইবান্ধার আসমা খাতুন (৪০), লাবণী (২৫) ও রংপুর জেলার নূর আলীর নাম জানা গেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : চার হত্যা মামলার আসামি আবারও গ্রেপ্তার
--------------------------------------------------------

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুরগামী খালেক এন্টারপ্রাইজ নামের একটি লোকাল যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে দুই জন মারা যান। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি শহীদ আলম বলেন, নিহতদের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

আরও পড়ুন :

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
X
Fresh