• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বরগুনায় বর্জ্য ফেলার ড্রাম স্থাপন ছাত্রলীগের

বরগুনা প্রতিনিধি

  ২৬ এপ্রিল ২০১৮, ২৩:২৭

‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ’ শ্লোগানে বরগুনা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্য ফেলার ড্রাম স্থাপন করেছে বরগুনা জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নাথপট্টিতে এই কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।

ছাত্রলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় উন্নয়নে ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে ছাত্রলীগ। এখন সময় মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
--------------------------------------------------------
আরও পড়ুন : গাজীপুরে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র
--------------------------------------------------------

এই কর্মসূচি সম্পর্কে বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, শহরের ব্যস্ততম ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১২টি বর্জ্য ফেলার ড্রাম বসানো হয়েছে। দ্রুতই এই কর্মসূচি জেলার সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর কবীর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উত্তম কর্মকার, মঞ্জুরুল ইসলাম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানুল ইসলাম বাবু, সাফিন খান, মর্তুজা আলী মিঠুন এবং আইন বিষয়ক সম্পাদক সৌরভ আহমেদ আশিক।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার
তীব্র তাপদাহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
হেলিকপ্টারে বউ আনলেন ছাত্রলীগ নেতা
ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
X
Fresh