• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, অন্তঃসত্ত্বা গৃহবধূসহ নিহত ৩

রংপুর প্রতিনিধি

  ২৬ এপ্রিল ২০১৮, ১৫:১১

রংপুরের পাগলাপীর এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোসাদ্দেক আজাদের স্ত্রী মনি বেগম (২০), মনির চাচি অফিয়া খাতুন (৫০) ও অ্যাম্বুলেন্সের সহকারী তুষার (১৮)।

নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম কিবরিয়া ৩ জন নিহত হওয়ার বিষয়টি আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : গাজীপুর সিটিতে গ্যাস ও বিশুদ্ধ পানির তীব্র সংকট
--------------------------------------------------------

পুলিশ জানায়, দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মনি বেগম (২৫) প্রচণ্ড প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে পাগলাপীর এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির ধাক্কা লাগে। এতে গৃহবধূ মনি বেগম এবং অ্যাম্বুলেন্সের হেলপার তুষার ঘটনাস্থলেই নিহত হন।

পরে আহত ড্রাইভারসহ আরও ২ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে আরও একজন মারা যান।

এদিকে রংপুর পুলিশ কন্ট্রোলের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এ এস আই নুর ইসলাম জানান, অ্যাম্বুলেন্স ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
X
Fresh