• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দৌলতপুরে যুবদল ও ছাত্রদল নেতাকে আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৬ এপ্রিল ২০১৮, ১৪:২৩

মানিকগঞ্জের দৌলতপুর উপেজেলা যুবদলের সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।

বুধবার দিনগত রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকরা হলেন উপজেলা যুবদলের সভাপতি মো. লোকমান হোসেন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোনাই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুনিল কুমার আরটিভি অনলাইনকে জানান, নাশকতার আশঙ্কায় যুবদল নেতা মো. লোকমান হোসেন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোনাইকে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : গাজীপুর সিটিতে গ্যাস ও বিশুদ্ধ পানির তীব্র সংকট
--------------------------------------------------------

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্না কবির আরটিভি অনলাইনকে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বুজতে পেরেছে তাদের কোনো জনপ্রিয়তা নেই। মানুষ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। যে কারণেই তারা বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন ও জুলুম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় উপজেলা যুবদলের সভাপতি মো. লোকমান হোসেন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোনাইকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সরকার নির্বাচনকে সামনে রেখে একের পর এক বিএনপি নেতাকর্মীকে আটক করছে। যাতে করে বিএনপি আগামীতে যেন কোনো আন্দোলন ও সংগ্রাম গড়ে তুলতে না পারে।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh