• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই কথিত বন্দুকযুদ্ধে ‘বাবা আরিফ’ নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ২৬ এপ্রিল ২০১৮, ১০:০৪

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম আরিফ (৩৫) ওরফে বাবা আরিফ নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত আরিফ মাদক ব্যবসায়ী।

নিহত আরিফ (৩৭) সদর উপজেলার মুক্তারবাড়ী এলাকার বাসিন্দা।

বুধবার রাত ২টার দিকে আরিফকে নিয়ে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে গজারিয়াকান্দি এলাকায় গেলে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আরটিভি অনলাইনকে বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আরিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল রাতে আরিফের দেয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে গজারিয়াকান্দি এলাকা থেকে চর হায়দ্রাবাদ যাওয়া হয়। এ সময় সেখানে ওত পেতে থাকা আরিফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। সেসময় আরিফ পালানোর চেষ্টা করলে তার শরীরে গুলি লাগে। আরিফকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ ১২টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, আটটি গুলি, একটি গুলির খোসা ও চাপাতি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য আরিফের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh