• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মশা নিধনের দাবিতে রাজপথে মশারি মিছিল

সিলেট প্রতিনিধি

  ২৫ এপ্রিল ২০১৮, ১৯:০৫

সিলেট নগরীতে বর্তমানে মশার উপদ্রব ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। দিনে ও রাতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী।

তাই বুধবার (২৫ এপ্রিল) মশা নিধনের দাবিতে মশারি মিছিল বের করে নগরবাসী। সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টাঙিয়ে এ প্রতীকী মিছিল বের করে।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট নগর ভবনের সামনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সিলেট নগরীতে বর্তমানে মশার উপদ্রব ব্যাপকহারে বেড়েছে। দিনে ও রাতে মশার কামড়ে নগরবাসী অতিষ্ঠ। বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে সিলেট মহানগরীকে মশামুক্ত নগরী হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায় মাঠ পর্যায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঢাবি ছাত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
--------------------------------------------------------

সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতির মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র বিভাগীয় কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, প্রচার সচিব ফখরুল আল হাদী, প্রবাসী বিষয়ক সচিব মোঃ বদরুল ইসলাম, জেলা কমিটির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হুসাইন, মহসিন উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আনহার চৌধুরী রাজু, মোঃ আলিম উদ্দিন, মহানগর কমিটির সদস্য সচিব মোঃ আশিক আহমদ, সাংগঠনিক সচিব মোঃ মকবুল চৌধুরীসহ আরও অনেকে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএনসিসি এলাকায় মশা নিধন ক্যাম্পেইন ২২ এপ্রিল
X
Fresh