• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রেমে রাজি হতে হত্যার হুমকি, না হওয়ায় ছুরিকাঘাত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ২৫ এপ্রিল ২০১৮, ১৩:৪৫

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চুয়াডাঙ্গায় লিমা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছেন রানা নামে এক বখাটে।

বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে কবরস্থানে এ ঘটনা ঘটে। মেয়ে লিমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিমা খাতুন হাজরাহাটি গ্রামের আব্দুর রহমানের মেয়ে। সে চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী।

বখাটে রানা চুয়াডাঙ্গা শহরের সর্দার পাড়ার লিয়াকতের ছেলে।

জানা যায়, লিমা সকালে স্কুলে যাচ্ছিল। গ্রামের কবরস্থানের কাছে এলে রানা পেছন থেকে তার কোমরে ছুরি মেরে পালিয়ে যান। স্থানীয়রা লিমা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

--------------------------------------------------------
আরও পড়ুন : নির্যাতনের পর গৃহবধূর চুল কাটলো স্বামী
--------------------------------------------------------

লিমা জানায়, রানা দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তাকে প্রেমের প্রস্তাব দিতেন। কিন্তু লিমা তাতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন রানা। রাজি না হওয়ায় ছুরি দিয়ে আঘাত করেছে।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শিক্ষার্থীকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে কোনো কিছু বলা ঠিক হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার তুরকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। বখাটে রানাকে গ্রেপ্তার পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে নামানো হয়েছে। শিগগির তাকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
X
Fresh