• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধে ৫ জনের নামে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৪ এপ্রিল ২০১৮, ২১:০৪

ময়মনসিংহের আদালতে পাঁচ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে।

মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা মেশর উদ্দিন মণ্ডল (৮৫)।

আসামিরা হলেন লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (৬৮), সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান ফকির (৭২), মোহাম্মদ আলী (৬০), আইয়ুব আলী (৫৯) ও মো. ইসমাইল হোসেন (৫৮)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৯৭১ সালে রফিকুল ইসলামের নেতৃত্বে এলাকায় শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠিত হয়। ১১ নভেম্বর বিকেলে রফিকুল ইসলামের নেতৃত্বে আসামিরা স্থানীয় নূরুল ইসলামকে ধরে নিয়ে মাহাবুবুর রহমান ফকিরের বাসায় স্থাপিত রাজাকার ক্যাম্পে জবাই করে হত্যা করে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে।

একই সঙ্গে তারা এলাকার বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট করে স্বাধীনতার পক্ষের মানুষদের ধরে এনে হত্যা করে গণকবর দিয়েছেন। কিন্তু দেশ স্বাধীন হলেও তাদের কোনো পরিবর্তন আসেনি।

এ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় মানবতাবিরোধী অপরাধ বন্ধের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
যুদ্ধাপরাধের মামলায় শেরপুরের তিনজনের বিরুদ্ধে রায় আজ
X
Fresh