• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

  ২৩ এপ্রিল ২০১৮, ১০:২৬

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

খাগড়াছড়ির মহালছড়ি থেকে অপহৃত কাঠ ব্যবসায়ীসহ তিন যুবককে উদ্ধারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার ডাকে এই হরতাল পালিত হচ্ছে।

গত ২০ এপ্রিল খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই হরতাল কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।

হরতালের কারণে বন্ধ রয়েছে শহরের দোকান পাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। চলাচল করছে না জেলার আভ্যন্তরীণ সড়কের যানবাহন। ছেড়ে যায়নি দূর পাল্লার রুটের পরিবহনও। হরতালের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

এছাড়া হরতালের সমর্থনে শহরের শাপলা চত্বরে মিছিল করেছে বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
--------------------------------------------------------
আরও পড়ুন : রাজশাহীতে তিন ‘জঙ্গি’ আটক
--------------------------------------------------------

গেলো ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে মোটরসাইকেলে করে গাছ কেনার উদ্দেশে মহালছড়ির মাইসছড়িতে যান ওই তিন যুবক। একইদিন দুপুরে এক ব্যক্তিকে মুঠোফোনে গাছের জন্য টাকা পাঠাতে বলেন। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের হওয়ার পরদিন মঙ্গলবার বিকেলে নিখোঁজ সালাহ উদ্দীনের বাবা খোরশেদ আলম ড্রাইভার মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

গত রোববার বিকেলে তিনজনকে উদ্ধারের দাবিতে জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরতাল-অবরোধেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের উন্নতি 
নির্বাচনের সরল অঙ্কটা শুধু শুধু জটিল করা হচ্ছে 
সংসদের প্রথম দিন হরতাল দিয়ে ‘মাঠের আন্দোলনে’ ফিরতে চায় বিএনপি
ভরা ব্যালট বাক্সের তথ্য দিলেন রিজভী
X
Fresh