• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে শুল্কমুক্ত সুবিধার কাভার্ডভ্যান ভর্তি কাপড় আটক

চট্টগ্রাম প্রতিনিধি

  ২১ এপ্রিল ২০১৮, ২০:২০

চট্টগ্রামে শুল্কমুক্ত সুবিধার (বন্ড) অপব্যবহার করে আনা কাপড়ের কাভার্ডভ্যান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃত কাপড়ের বাজার মূল্য ৩০ লাখ ১৫ হাজার নয়শ’ ২৬ টাকা।

রাজস্ব ফাঁকির পরিমাণ ৩৮ লাখ ৫৫ হাজার ছয়শ’ ৮৬ টাকা। এই ঘটনায় এটিএস পার্ল লিমিটেড নামের একটি কোম্পানির বিরুদ্ধে গত ১৯ এপ্রিল একটি মামলা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মামলাটির বিচার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট বরাবর পাঠানো হয়েছে।

গত ১৯ এপ্রিল বন্ডেড সুবিদায় আমদানিকৃত কাপড় শুল্ককর ফাঁকি দিয়ে কাভার্ডভ্যানে করে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় চট্টগ্রাম মহানগরীর কদমতলি মোড় থেকে কাভার্ডভ্যানটিকে আটক করে শুল্ক কর্মকর্তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন : শাহজালালে স্বর্ণসহ আটক ২
--------------------------------------------------------

সেখান থেকে নয় হাজার নয়শ’ ৮২টি থ্রি-কোয়াটার প্যান্ট ও ১৫শ’ পিস বেল্ট পাওয়া যায়। আটককৃত পণ্যের মূল্য ৩০ লাখ ১৫ হাজার নয়শ’ ২৬ টাকা। রাজস্ব ফাঁকির পরিমাণ ৩৮ লাখ ৫৫ হাজার ছয়শ’ ৮৬ টাকা।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
X
Fresh