• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রামগড় স্থলবন্দর চালু হলে বাণিজ্য বৃদ্ধি পাবে: শাজাহান খান

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

  ২১ এপ্রিল ২০১৮, ১৫:০২

রামগড়ের স্থলবন্দর চালু হলে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে। মালামাল আমদানি রপ্তানির পাশাপাশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে অঞ্চলটি। বললেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার সকালে খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীর ওপর নির্মাণাধীন স্থলবন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর কাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সেতুটির কাজ শেষ হলে বাংলাদেশ-ভারত স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। এছাড়া ভারতের অর্থায়নে নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ হলে বাংলাদেশ অংশে সংযোগ সড়ক ও অন্যান্য কাজও শুরু হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : গাজীপুরে চার মেয়র প্রার্থীকে সতর্ক করল ইসি
--------------------------------------------------------

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক রাশেদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে নৌ পরিবহনমন্ত্রী রামগড়ে পৌঁছলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। পরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh