• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী সাফিন নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, জয়পুরহাট

  ২৬ অক্টোবর ২০১৬, ১১:০৩

জয়পুরহাট সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’সাফিন নামে ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে এ বন্দুকযুদ্ধ হয়।

জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জানায়, নিহত সাফিন সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা আছে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, দাদরা জন্তিগ্রামের বেলতলী এলাকায় মামুন পাম্পের কাছে সাফিন আছে, এমন খবর পেয়ে রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে সাফিনের সঙ্গীরা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে সাফিনকে গুলিবিদ্ধ অবস্থায় জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, শাফিন দাদরা-জন্তিগ্রামের নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে একের পর এক খুন, ডাকাতি, ছিনতাই করতো।

এম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh