• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজীবের দুই ভাইকে ৪৫ হাজার টাকা দিলেন জেলা প্রশাসক

পটুয়াখালী প্রতিনিধি

  ১৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৩

ঢাকায় দুই বাসের চাপায় হাত হারিয়ে নিহত রাজীব হোসেনের দুই ভাই মেহেদী হাসান ও হাফেজ আবদুল্লাহকে ৪৫ হাজার টাকা দিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান।

এর মধ্যে জেলা প্রশাসন থেকে ২৫ হাজার এবং সমাজসেবা অধিদপ্তর থেকে ২০ হাজার টাকা দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের দরবার হলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নগদ এই টাকা তুলে দেয়া হয়। এসময় নিহত রাজিব হোসেনের খালা জাহানারা বেগম ও মামা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস প্রমুখ।

--------------------------------------------------------
আরও পড়ুন : দুই সহোদরের বাড়িতে শোকের রোল
--------------------------------------------------------

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয়বর্ষের ছাত্র রাজীব হোসেন গেলো তিন এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসে দাঁড়িয়ে যাচ্ছিলেন।

ওই সময় তার ডান হাতটি বাসের সামান্য বাইরে ছিল। হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসি বাসের গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পথচারীদের সহায়তায় তাকে দ্রুত শমরিতা হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে গত সোমবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজীব মারা যান।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি : বিআরটিএ
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
পাগলা মসজিদে সাড়ে ৭ ঘণ্টায় পাওয়া গেল যত টাকা 
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
X
Fresh