• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

দুই সহোদরের বাড়িতে শোকের রোল

কুমিল্লা প্রতিনিধি

  ১৯ এপ্রিল ২০১৮, ১৫:১৯

সৌদি আরবের হোলাইফা শহরে বুধবার ভোরে সিলিন্ডার বিস্ফোরণে সাত বাংলাদেশির মধ্যে চারজনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

এ উপজেলায় দুই সহোদরসহ নিহতদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। প্রিয় সন্তানকে হারিয়ে মা-বাবা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।

অভাবের সংসারে একটু স্বচ্ছলতা আনতে ধার-দেনা করে সৌদি আরবে পাঠানো পরিবারগুলোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। প্রিয় সন্তানের মরদেহ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পরিবারগুলো। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাচ্ছেন নিহতদের স্বজনরা।

বসন্তপুর গ্রামের মৃত আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল ও ইমামুল হক মুন্না। ২০০১ সালে জীবিকার তাগিদে বড় ছেলে এমরানুল হক সোহেলকে সৌদি আরবে পাঠান তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : নগরপিতা আসে যায়, ভাঙা রাস্তা ভাঙাই রয়ে যায়
--------------------------------------------------------

বছরখানেক আগে মারা যান আবদুল হক। গেলো বছরের আগস্টে ছোট ভাই ইমামুল হককে সৌদিতে নিয়ে যান এমরানুল হক। দুই ভাই সেখানে একটি মেকানিকেল ওয়ার্কসপ চালাতেন। মঙ্গলবার যথারীতি কাজ করে বাসায় গিয়ে ঘুমাচ্ছিলেন।

বুধবার ভোররাতে বিকট শব্দে তাদের কক্ষের পাশে থাকা সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় ঘটনাস্থলে মারা যান এ দুই ভাই। এ খবর তাদের বাড়িতে পৌঁছলে শোকের মাতম দেখা দেয়।

নিহতদের মা-বোন ও শিশু সন্তানদের কান্নায় আকাশ ভারী হয়ে যায়। নিহত এমরানুলের দুটি শিশু সন্তান রয়েছে। বাবাকে হারিয়ে শিশু দুটি বাকরুদ্ধ। পরিবারের সদস্যরা চান তাদের সন্তানদের মরদেহটি যেন দ্রুত দেশে আনা হয়।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
X
Fresh