• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে মোটর শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ২৫ অক্টোবর ২০১৬, ২০:৫১

রংপুরে মোটর শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। নগরীর স্টেশনরোডে সালেক পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

মোটরচালক লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্রকে গেলো ২০ অক্টোবর কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকেরা।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মোটরচালক লীগ মহানগর ও জেলা কমিটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার অফিসে স্মারকলিপি দিতে যায়। পথে সালেক পাম্পের সামনে মোটরশ্রমিক ইউনিয়নের কর্মীরা বাধা দেয়।

এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। এতে ১০ শ্রমিক আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে রংপুর প্রেসক্লাবে মানববন্ধন করে মোটরচালক লীগ।

এম /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh