• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৭ এপ্রিল ২০১৮, ১১:২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ লিখন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় এসআই সাফিউল ও এএসআই তারিক আজিজ নামের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলবার ও ৪২০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

মঙ্গলবার ভোরে ফতুল্লার পাগলা শাহী মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাজীবের দাফন নিজ গ্রাম বাউফলে
--------------------------------------------------------

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের আরটিভি অনলাইনকে জানান, বন্দুকযুদ্ধে আহত লিখনের বিরুদ্ধে হত্যা ও মাদক আইনে সাতটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

ওসি আরও জানান, মঙ্গলবার ভোরে পাগলার শাহী মহল্লা এলাকায় পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় লিখন ও তার সহযোগীরা। প্রায় ৩০ মিনিটের মতো গুলিবিনময়কালে দুই পুলিশ সদস্য আহত হন।

এক সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় লিখনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh