• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৯৯৯ নম্বরে কল করে ১১ ডাকাত ধরিয়ে দিলো এলাকাবাসী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ এপ্রিল ২০১৮, ১৯:৪৭

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক বাড়িতে ডাকাতির সময় ৯৯৯ নম্বরে কল করে ১১ ডাকাতকে ধরিয়ে দিলো এলাকাবাসী।

সোমবার ভোরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের অদুদ মিয়া এবং জুলহাস মিয়ার বাড়িতে হানা দেয় এই ১১ ডাকাত। পুলিশের জরুরি সেবাদানকারী ৯৯৯ নম্বরে কল করা হলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে নগদ ৩৯০০ টাকা, একটি চেইন, দুটি মোবাইল ফোন, দুটি ছোরা, একটি রামদা, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল ও একটি স্ক্রুড্রাইভারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।

--------------------------------------------------------
আরও পড়ুন : পিকআপের ভার সইতে পারলো না বেইলি ব্রিজটি
--------------------------------------------------------

আকটকৃতরা হলেন হেংলাকান্দি গ্রামের মিজানুর রহমান(৪৫), নোয়াগাও গ্রামের আশরাফ আলী(৩৫), হবিগঞ্জের শিবপাশা গ্রামের সুমন মিয়া(২৫), দেবিপুর গ্রামের রাসেল মিয়া(৩০), শায়েস্তাগঞ্জ বাজারের এনাম মিয়া(৪০), সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকার রুবেল মিয়া(৩০), কাপনা গ্রামের বাচ্চু মিয়া(৩৫), বাহাদুরপুর গ্রামের কামাল মিয়া(৩৫), সিলেটের মানসিনগর গ্রামের আমিন মিয়া(২৮), জসিম উদ্দিন(৩০) এবং সাদিকুর রহমান (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা মনির হোসেন আরটিভি অনলাইনকে জানান, জরুরি সেবার মেসেজ পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডলুরা গ্রাম থেকে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় কাপনা গ্রাম থেকে ডাকাতদের আটক করা হয়।

এই ঘটনায় জুলহাস মিয়া মামলা করেছেন উল্লেখ করে তিনি বলেন, এসব ডাকাতে বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেছোবাঘ উদ্ধারে ৯৯৯-এ কল
বিরোধের জেরে মসজিদে বৃদ্ধকে ছুরিকাঘাত
চোরাই কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিক নিহত
সন্তান বিক্রির পর অনুশোচনায় ৯৯৯ নম্বরে মায়ের ফোন, অতঃপর..
X
Fresh