• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাঠ থেকে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

  ১৬ এপ্রিল ২০১৮, ১৭:৩২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি মাঠ থেকে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পচাঁমাদি গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সুমন (২২)। তিনি ভেড়ামারা উপজেলার কাজিহাটা টিকটিকি পাড়ার নাজির উদ্দিনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দ্বারা খান নিহতের পরিবারের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, গেলো শনিবার রাত থেকে অটোরিকশাসহ সুমন নিখোঁজ ছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন : কুমিল্লায় খালেদার জামিন নামঞ্জুর
--------------------------------------------------------

সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা মচামাদি গ্রামের মাঠের বড় ব্রিজের নিচে একটি বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশা চালক সুমনকে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মরদেহটি বস্তাবন্দি করে ব্রিজের নিচে রেখে যায়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিহতের বাবা নাজির উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, তার ছেলে প্রায় দুই বছর ধরে অটোরিকশা চালাত। তার সঙ্গে কারও কোনো ঝামেলা ছিল না। তিনি ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
X
Fresh