• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসে স্ত্রীকে গলাটিপে হত্যা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ১৬ এপ্রিল ২০১৮, ১৪:৪৩

সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া এলাকায় এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আব্দুর রাজ্জাক পলাতক রয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সীমা খাতুন (২২)। তিনি মধ্যপাড়া এলাকার খবির উদ্দিনের মেয়ে।

সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, গেলো ৭-৮ বছর আগে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী গ্রামের জলিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে সীমা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন : ১১ দিনেও সন্ধান মেলেনি দুই ব্যবসায়ীর
--------------------------------------------------------

পয়লা বৈশাখ উপলক্ষে সীমাসহ আরও দুই মেয়ে ও জামাইদের দাওয়াত করে বাসায় নিয়ে আসেন খবির উদ্দিন। গতকাল রোববার দুই মেয়ে ও জামাই চলে গেলেও সীমা তার স্বামীসহ থেকে যায়। সোমবার সকালে বাড়িতে কেউ না থাকায় রাজ্জাক স্ত্রী সীমাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান।

নুরুল ইসলাম আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের রিপোর্ট তৈরি করা হচ্ছে। নিহতের গলায় নখের আচরের দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
X
Fresh