• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে কৃষক হত্যায় ৫ জনের ফাঁসি, ২৭ জনের সাজা

আরটিভি অনলাইন রিপোর্ট, হবিগঞ্জ

  ২৫ অক্টোবর ২০১৬, ১৩:৪৩

হবিগঞ্জের নবীগঞ্জে চাঞ্চল্যকর কৃষক মুক্তাদির হত্যা মামলায় ৫ জনকে মৃতুদণ্ড দিয়েছেন আদালত। ২৭ জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুড় গ্রামের আনিছ মিয়া, একই গ্রামের ফরাশ মিয়া, জমশেদ মিয়া, বজলু মিয়া ও নুর ইসলাম।

২০০০ সালের ২০ ফেব্রুয়ারি জেলার নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের বোয়ালজুড় গ্রামের কৃষক মুক্তাদির মিয়ার সঙ্গে একই গ্রামের আনিছ মিয়ার ধানের জামিতে গরু যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দণ্ডপ্রাপ্তরা উত্তেজিত হয়ে মুক্তাদির মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।

ঘটনার পর নিহত মুক্তাদির মিয়ার বড় ভাই মোশাহিদ মিয়া বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত করে ২০০২ সালের ১১ জুলাই ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১৯ জনের মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৫ আসামির উপস্থিতিতে ৫ জনকে মৃত্যুদণ্ড ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh