• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঝড়-বৃষ্টিতে চক্কর দিচ্ছিল ইউএস বাংলার ফ্লাইটটি

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৪ এপ্রিল ২০১৮, ২১:২০

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। শনিবার বিকেল সোয়া চারটার দিকে ফ্লাইটটি উড্ডয়ন করার পর ঢাকার আকাশে এসে খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়।

প্রায় সোয়া ঘণ্টা ধরে দুর্যোগের মধ্যেই ঢাকার আকাশে থাকতে হয়েছে উড়োজাহাজটিকে।

জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে এসে উড়োজাহাজটি সময় মতো ঢাকার দিকে আসতে পারেনি। ঝড়-বৃষ্টির কারণে এটি ঢাকা বিমানবন্দরে বেশ কয়েকবার নামার চেষ্টা করে ব্যর্থ হয়। ওই সময় যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। অনেকে কান্নাকাটি ও ভয়ে চিৎকার দিতে থাকেন।

যাত্রীরা অভিযোগ করেন, আনুমানিক ১৬০ জন যাত্রী নিয়ে বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যেও বার বার ঝুঁকি নিয়ে ঢাকায় অবতরণের চেষ্টা করে। পরে আকাশে চক্কর দিয়ে সোয়া ঘণ্টা ভেসে থাকে। অবতরণে ব্যর্থ হয়ে ইউএস বাংলার ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে সন্ধ্যা সাতটার দিকে ফিরে আসে।