• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নববর্ষ উপলক্ষে বিজিবি-বিএসএফ মিষ্টি বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

  ১৪ এপ্রিল ২০১৮, ১৭:৪৭

পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বাংলা নববর্ষ উপলক্ষে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)।

শনিবার দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত সংলগ্ন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ফ্রন্টিয়ার, দুটি সেক্টর, চারটি ব্যাটালিয়ন ও ৩৩টি ক্যাম্পের সদস্যদের হাতে মিষ্টি তুলে দেয়া হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আমরা বাংলা নববর্ষ, জাতীয় দিবস, ঈদ এবং ভারতের স্বাধীনতা দিবসে মিষ্টি বিতরণ করে থাকি। এরই অংশ হিসেবে নববর্ষে বিএফএফ সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষ : হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
টক-ঝাল-মিষ্টি স্বাদের বেগুন রান্না
X
Fresh