• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নানা আয়োজনে নাটোরে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ

নাটোর প্রতিনিধি

  ১৪ এপ্রিল ২০১৮, ১৩:১২

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ১৪২৫ বঙ্গাব্দের প্রথম দিনকে দেশজুড়ে নানা আয়োজনে বরণ করে নিচ্ছেন বাঙালিরা। বর্ণাঢ্য নানা কর্মসূচির মাধ্যমে নাটোরবাসী পালন করছে বৈশাখ।

সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালী মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতীক নিয়ে অংশ নেয়।
শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম, জেলা প্রশাসক শাহিনা খাতুন ও পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর রাজবাড়ী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এছাড়া একই স্থানে আয়োজন করা হয় তিনদিনব্যাপী গ্রামীণ মেলা। প্রতিদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই মেলা।

শহরের বাইরে জেলার বিভিন্ন থানায় এলাকাবাসী ভিন্ন ভিন্ন আয়োজনে বৈশাখ পালন করছেন। বড়াইগ্রাম থানার হল মোড়ে স্থানীয়দের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করে এলাকার তরুণরা। এছাড়াও অত্র থানায় বেশ কয়েকটি এলাকায় আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার।

এম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলসে নানান আয়োজনে নববর্ষ উদযাপন
‌‘এবার ঈদ ও নববর্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি’
পর্তুগালে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের প্রথম সফল আয়োজন
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের নানজিং ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন
X
Fresh