• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১২ এপ্রিল ২০১৮, ২১:৪৮

চুয়াডাঙ্গায় স্ত্রী সাহেরা খাতুনের আঘাতে আব্দুল হাকিম(৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আটক স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার চন্ডীপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন আব্দুল হাকিম। এদিন সকালে পারিবারিক কলহের জের ধরে প্রথমে তিনি লাঠি দিয়ে তার স্ত্রীকে আঘাত করেন। পরে স্ত্রী সাহেরা খাতুন তার স্বামীকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল হাকিমের মৃত্যু হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : তারেকের নির্দেশে ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা: হানিফ
--------------------------------------------------------

তারা আরও জানান, হাকিম ও সাহেরার মধ্যে প্রায়ই কলহ ও হাতাহাতির ঘটনা ঘটতো। এরই প্রেক্ষিতে এদিন এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুল হাকিমের মরদেহ উদ্ধার করে করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাহেরা খাতুনকে আটকের পর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
X
Fresh