• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন দাখিল

গাজীপুর প্রতিনিধি

  ১২ এপ্রিল ২০১৮, ১৯:৪৭

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে তিনি তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন।

এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন, আব্দুল হাদী শামীম, মো. মুজিবুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।

--------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রামে যাত্রা শুরু করলো উবার
--------------------------------------------------------

প্রসঙ্গত, ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল গত ৩১ মার্চ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আগামী ১৫-১৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ভোটগ্রহণ হবে আগামী ১৫ মে।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
সেই ইজিবাইকচালকের পাশে দাঁড়াল র‌্যাব
ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
X
Fresh