• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২২ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ, মিয়ানমার নাগরিক আটক

টেকনাফ প্রতিনিধি

  ১১ এপ্রিল ২০১৮, ১৮:৫১

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের আলাদা অভিযানে ৬ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় একজন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। ইয়াবাগুলোর বাজার মূল্য আনুমাণিক ২২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা।

আটকৃত মো. হারুন (২৫) মিয়ানমারে মংডু এলাকার ইউনুছের ছেলে।

জানা গেছে, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল তিন ভাগে বিভক্ত হয়ে নাফ নদীর বিভিন্ন স্লুইচ গেইট এলাকায় অভিযান চালায়।
--------------------------------------------------------
আরও পড়ুন : চাঁদপুরে অর্ধ কোটি টাকার ইলিশসহ আটক ৩
--------------------------------------------------------

অধিনায়ক আছাদুদ জামান আরটিভি অনলাইনকে জানান, চান্দুলিয়াপাড়া এলাকা থেকে এক লাখ ৯০ হাজার, ৫ নম্বর ও ৬ নম্বর স্লুইচ গেইট এর মাঝামাঝি লবনমাঠ হতে দুই লাখ দশ হাজার এবং ১ নম্বর স্লুইচ গেইট এর বেঁড়িবাধের উপর থেকে দশ হাজার পিস ইয়াবাসহ এক জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাগুলোর বাজার মূল্য আনুমাণিক ১২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা।

অপরদিকে আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ডের একটি দল ছেড়াদ্বীপ সমুদ্র এলাকায় সন্দেহ জনক একটি বোটকে ধাওয়া করলে উক্ত বোটে থাকা লোকজন তিনটি বড় বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ভাসমান বস্তা থেকে দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবাগুলো আনুমানিক বাজার মূল্য দশ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh