• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলো ২৫ অনিয়মিত এইচএসসি পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১০ এপ্রিল ২০১৮, ২০:১১

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হলো মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজের ২৫ জন অনিয়মিয়ত এইচএসসি পরীক্ষার্থীকে।

সোমবার ছিল তাদের আইসিটি পরীক্ষা। এই ২৫ জন শিক্ষার্থীর পরীক্ষা হওয়ার কথা ছিল পুরান (২০১৪-১৫ সালের) সিলেবাস অনুযায়ী। কিন্তু কর্তৃপক্ষের ভুলের কারণে তাদেরকে নতুন সিলেবাস (২০১৬-১৭) অনুযায়ী পরীক্ষা দিতে হলো।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীরা এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর অভিযোগ করেছেন।

অভিযোগকারী অনিয়মিত পরীক্ষার্থীরা জানান, ভুল প্রশ্নে পরীক্ষার বিষয়টি পরীক্ষার হল রুমের দায়িত্বে থাকা শিক্ষককে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বরং তিনি এই বিষয়ে কারো সঙ্গে আলোচনা করতে নিষেধ করেন। পরে তারা সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদুর রহমানকে জানায়। তিনিও কোনো ব্যবস্থা না নেয়ায় তারা বাধ্য হয়ে এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর অভিযোগ করে।

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদুর রহমান।

জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম আরটিভি অনলাইনকে বলেন, তিনি একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে। কর্তব্য অবহেলার জন্য দায়িত্ব থাকা শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, জেনে নিন ফি কতো
X
Fresh