• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কোটা সংস্কার: বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি

  ০৯ এপ্রিল ২০১৮, ১২:৫৭

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও আন্দোলন করছে শিক্ষার্থীরা। তারই অংশ হিসাব বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে।

সোমবার সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করলে বরিশাল থেকে বরগুনা, পটুয়াখালী ও ভোলায় সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মহিদুল ইসলাম বলেন, গেলো কয়েক বছর ধরে শুধু চাকরির পরীক্ষা দিয়েই আসছি। প্রতিবার পরীক্ষা দিতে গিয়ে হাজার হাজার টাকা খরচ হচ্ছে। লিখিত পরীক্ষায় মেধাবী তালিকায় থাকার পর অনেক সময় মৌখিক পরীক্ষার জন্য ডাক পাচ্ছি না। অনেক ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য ডাক পেলেও কৌটাধারীদের নিয়ে তালিকা থেকে বাদ পড়তে হচ্ছে।