• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোটা সংস্কার: মহাসড়ক অবরোধ করেছে জাবি শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা

  ০৯ এপ্রিল ২০১৮, ১২:১৫

কোটার কারণে চাকরি না পেয়ে সমাজ ও পরিবার থেকে নানান বঞ্চনার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। অনেক হয়েছে, আর না। সহ্যের বাধ ভেঙে গেছে। কোটা সংস্কার না হলে আন্দোলন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) কোনো ক্লাস হবে না। শুধু তাই নয় জাবির সামনে দিয়ে গাড়ি তো দূরের কথা পিপড়াও চলতে দিবো না।

সোমবার সকাল ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা জাবি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এসব কথা বলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এরপর থেকে রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : কোটা সংস্কার: বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ
--------------------------------------------------------

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়। পরে সেখানেই সকাল সাড়ে দশটায় অবস্থান নেয় সহস্রাধিক শিক্ষার্থী।