• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রিজটি যেন মরণফাঁদ!

এম,মনিরুজ্জামান, রাজবাড়ী

  ০৭ এপ্রিল ২০১৮, ১৮:১৫

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা-হাটবনগ্রাম সড়কের ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে এ সড়কে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

বহলাডাঙ্গা গ্রামের একাধিক কৃষক বলেন, প্রায় দুই বছর ধরে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে।কিন্তু তা দেখার কেউ নেই। এতে করে কৃষকের উৎপাদিত ফসল বাড়ি নিতে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সড়ক দিয়ে সরিষা ইউনিয়নের সবচে বড় বাজার বৃত্তিডাঙ্গা ও কলিমহর ইউনিয়নের হাটবনগ্রামের বাজারে বিভিন্ন জেলা থেকে কৃষিপণ্য ক্রয়-বিক্রয় করার জন্য লোকজন আসতো। কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে এ পথ দিয়ে আসা-যাওয়া প্রায় বন্ধ হয়ে পড়েছে। ফলে স্থানীয় কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : অস্ত্র-মলমসহ অজ্ঞান পার্টির ৮ সদস্য আটক
--------------------------------------------------------