• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কৃষকের মুখে হাসি

টমেটো-শসা চাষে সাফল্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ অক্টোবর ২০১৬, ০৯:০৩

গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্যের মুখ দেখলেন ফরিদপুরের এক কৃষক। ফলন ও দাম বেশি হওয়ায় দিন দিন বাড়ছে চাষ।

অন্যদিকে শসা চাষে স্বাবলম্বী হয়েছেন জয়পুরহাটের ভাদশা ইউনিয়নের কৃষকরা। কম খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে শসার আবাদ।

৩ বছর আগে ফরিদপুর সদর উপজেলার বিলমামুদপুরে পরীক্ষামূলক গ্রীষ্মকালীন টমেটো চাষ করেন স্থানীয় কৃষক বাচ্চু মোল্যা। সাফল্য দেখে পরে পরিসর বাড়ান তিনি।

এতে কম সময়ে ফসল ঘরে ওঠায় এবং দাম বেশি পাওয়ায় মুখে হাসি ওই চাষীর। টমেটোর পাশাপাশি অন্যান্য ফসল চাষে সরকারি সহযোগিতার দাবি চাষীসহ সংশ্লিষ্ট সবার।

জয়পুরহাটের ভাদশা ইউনিয়নের গোপালপুর, হরিপুর, তোপাড়াসহ কয়েকটি গ্রামে শসা চাষে এরইমধ্যে ভাগ্য বদলেছেন চাষীরা।

সামান্য খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে শসার আবাদ। এ শসা চাষ ঘিরে গড়ে উঠেছে শসার হাট। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের নানা প্রান্তে চলে যায় এখানকার শসা।

এম/এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh