• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খুলনার নিখোঁজ বিএনপি নেতা কক্সবাজারে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

  ০৫ এপ্রিল ২০১৮, ১৬:২৮

খুলনা জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও মাদরাসা শিক্ষক নজরুল ইসলাম মোড়লকে কক্সবাজারের রামু উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল দিনগত রাত একটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকার এক বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মিজানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, মোবাইল ট্র্যাকিং ও গোপন তথ্যের ভিত্তিতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকার আনোয়ার ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেই বাড়ি থেকে খুলনা থেকে নিখোঁজ বিএনপি নেতা নজরুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি আত্মীয় আনোয়ার ইসলামের বাড়িতে বেড়াতে এসেছেন। পরে তাকে খুলনার ডুমুরিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গেলো ১৭ মার্চ রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় নজরুল ইসলামের ব্যবহৃত টুপি ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই কোনো খোঁজ মিলছিল না নজরুলের। ওইদিন রাতেই নজরুলের স্ত্রী তানজিলা খানম ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেন।

এরপর তার পরিবার ও জেলা বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরুল ইসলামকে গুম করে ফেলেছে।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh