• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

একই পরিবারের নয়জনকে অচেতন করে মালামাল লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৪ এপ্রিল ২০১৮, ১৩:১৫

নারায়ণগঞ্জের সদর উপজেলার কুতুবপুরে দাওয়াত খাইয়ে একই পরিবারের নয়জনকে অচেতন করে মালামাল নিয়ে পালিয়েছে ভাড়াটে।

আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নয়জনকে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে পাগলা দেলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকার সেনাবাহিনীর অফিস সহকারী আলী আহাম্মদের ফ্ল্যাট বাড়ির ৪ তলার ভাড়াটিয়া তাদেরকে মঙ্গলবার রাতে দাওয়াত দেয়। বাড়ির মালিক আলী আহাম্মদসহ তার পরিবারের ৯ জন ভাড়াটিয়ার বাসায় খাওয়ার পর অচেতন হয়ে পড়েন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘রথীশ হত্যার পরিকল্পনা দুই মাস আগেই হয়’
--------------------------------------------------------

বুধবার সকালে প্রতিবেশীরা বাড়ির মালিক আলী আহাম্মদের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। পরে তারা ভেতরে গিয়ে দেখেন তারা সকলেই অচেতন হয়ে পড়ে আছে এবং বিভিন্ন ঘরের দরজা, ভেন্টিলেটর ভাঙ্গা ও আলমারির বিভিন্ন মালামাল এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে আছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের আরটিভি অনলাইন জানান, বাড়ির মালিকসহ পরিবারের লোকজনকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মালামাল লুট করে নিয়ে গেছে ভাড়াটিয়া। ভাড়াটিয়া পলাতক রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওই বাড়ি কে কবে ভাড়া নিয়েছিল, কী পরিমাণ মালামাল লুট হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিত্যপণ্যের দাম বাড়িয়ে লুটপাটে ব্যস্ত অসাধু ব্যবসায়ীরা (ভিডিও)
সেহরিতে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট
‘বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়ে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হচ্ছে’
নিউজিল্যান্ডের বড় পরাজয়ে ফায়দা লুটলো ভারত
X
Fresh