• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রথীশচন্দ্র হত্যায় স্ত্রী মেয়েসহ গ্রেপ্তার ৪

রংপুর প্রতিনিধি

  ০৪ এপ্রিল ২০১৮, ১২:৩৯

রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা রথীশচন্দ্র ভৌমিকের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-১৩।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী, মেয়েসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টায় রথীশচন্দ্র ভৌমিকের মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ ভারপ্রাপ্ত অধিনায়ক আরমিন রাব্বি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রথীশচন্দ্র ভৌমিকের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাজহাট মোল্লাপাড়ায় নির্মাণাধীন একটি বাড়ির মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ময়মনসিংহে পুলিশকে ছুরি মারার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
--------------------------------------------------------

এর আগে রথীশচন্দ্র ভৌমিকের স্ত্রী স্নিগ্ধা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব কার্যালয়ে নেয়া হয়। তার দেয়া তথ্য মতে একটি মরদেহের অবস্থান শনাক্ত করে র‌্যাব। এরপর স্বজনরা গিয়ে রথীশচন্দ্র ভৌমিকের মরদেহ শনাক্ত করেন।

রংপুরের এএসপি মিজানুর রহমান জানান, এ ঘটনা পূর্বপরিকল্পিত। রথীশচন্দ্র ভৌমিকের স্ত্রী স্নিগ্ধা সরকারের পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রথীশচন্দ্র ভৌমিকের স্ত্রী, মেয়ে, স্নিগ্ধা সরকারের সহকর্মী শিক্ষক কামরুল ও রথীশচন্দ্র ভৌমিকের এক সহকারী উকিল মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গেলো শুক্রবার সকাল ছয়টায় বাড়ি থেকে বের হন রথীশচন্দ্র ভৌমিক। এরপর তিনি আর ফেরেননি।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
খাটের নিচ থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
X
Fresh