• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে পুলিশকে ছুরি মারার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

  ০৪ এপ্রিল ২০১৮, ১১:৫৭

ময়মনসিংহের গৌরীপুর থানার এসআই আসাদকে ছুরিকাঘাত মামলার আসামি মাদক ব্যবসায়ী উজ্জ্বল পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় শাইখ সিরাজ সড়কে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল মিয়া (২৮) উপজেলার পুরান জেলখানা মোড় এলাকার জমশেদ আলী মিয়ার ছেলে।

--------------------------------------------------------
আরও পড়ুন: স্ত্রীর পরকীয়ার জেরেই রথীশচন্দ্র খুন!
--------------------------------------------------------

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী আরটিভি অনলাইনাকে জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার রঘুরামপুর শাইখ সিরাজ সড়কের একটি কাশবনে রাত আড়াইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হন উজ্জ্বল।

তিনি আরও জানান, উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপনে খবর পেয়ে শাইখ সিরাজ সড়কে উজ্জ্বলকে ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা উজ্জ্বল ও তার লোকজন পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান।

গেলো ২৮ মার্চ রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ময়মনসিংহের গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী উজ্জ্বল। এতে সঙ্কটাপন্ন অবস্থায় এসআই আসাদকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অস্ত্রোপচার শেষে পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে দুর্ঘটনা : নিহতদের ৫ জন একই পরিবারের
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৩
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১
X
Fresh