• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভিন্ন সেটে এইচএসসি পরীক্ষা, ইউএনওসহ ৪ জনকে শোকজ

মাদারীপুর প্রতিনিধি

  ০৩ এপ্রিল ২০১৮, ২৩:৩৬

মাদারীপুরের কালকিনিতে বাংলা ১ম পত্রের পরীক্ষা ‘খ’ সেটের পরিবর্তে ‘ক’ সেটে নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) চারজনকে শোকজ করেছে জেলা প্রশাসন। শিগগিরই তাদের এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে এ খবর জানিয়েছেন।

কেন্দ্র তিনটি হলো- কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ ও ডিকে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ।

জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথমপত্রে ‘খ’ সেটে পরীক্ষা হলেও কালকিনীর তিনটি কেন্দ্রে ৩ হাজার ৮৪ জন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হয়েছে ‘ক’ সেটে। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরবর্তী সময়ে জানাজানি হয়ে যায়।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, কালকিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, কালকিনী সৈয়দ আবুল হোসেন কলেজ কেন্দ্রের সচিব হাসানুল হক, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের কেন্দ্রসচিব জাকিয়া সুলতানা এবং ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের কেন্দ্রসচিব মমতাজ বেগমকে শোকজ করা হয়েছে। পাশাপাশি এ কারণের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
X
Fresh