• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবারও হার মানবে না এইচএসসি পরীক্ষার্থী রুবায়েত

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ০৩ এপ্রিল ২০১৮, ২২:০৮

কোনো বাধাই দমিয়ে রাখতে পারেনি পটুয়াখালীর শারীরিক প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষার্থী রুবায়েত হাকিম স্নিগ্ধাকে।

দুই হাতের কব্জিতে শক্তি না থাকলে কি হবে, হাটতে না পারলে কি হবে, ঠিকভাবে কথা বলতে না পারলে কি হবে- তিনি তার মেধা ও দক্ষতা দিয়ে ধাপে ধাপে অর্জন করেছেন জেএসসি ও এসএসসিসহ প্রতিটি সাফল্যের সিঁড়ি। তিনি সবাইকে অবাক করে দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষাও দিচ্ছেন সুন্দরভাবে।

গতকাল মঙ্গলবার ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। দুপুর ১টা ৫ মিনিটে পটুয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় পরীক্ষার্থী রুবায়েত হাকিম স্নিগ্ধা কেন্দ্রের কলা ভবনের দোতলার একটি রুমের সবশেষ পেছনের সিটে বসে পরীক্ষা দিচ্ছেন।

স্নিগ্ধা হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের মানবিক বিভাগের ছাত্র। নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা বিধিমোতাবেক অতিরিক্ত ২০ মিনিট সময়ের পরীক্ষা দিচ্ছেন স্নিগ্ধা। পরীক্ষা শেষে কথা হয় স্নিগ্ধার সঙ্গে।