• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে শুরু হলো নারীদের ব্যাট-বলের লড়াই

লালমনিরহাট প্রতিনিধি

  ০২ এপ্রিল ২০১৮, ১৭:০৬

লালমনিরহাটে শুরু হলো রূপালী ব্যাংক ফার্স্ট ইন্টারন্যাশনাল মহিলা ক্রিকেট টুর্নামেন্ট।

সোমবার সকাল ১০টায় লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য সফুরা বেগম রুমি।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় প্রধান মজিবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসকের স্ত্রী শাহিন আকতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন প্রমুখ।

--------------------------------------------------------
আরও পড়ুন: পাঞ্জাবি নাচে মজেছেন গেইল
--------------------------------------------------------

নেপাল ও বাংলাদেশের মহিলাদের মোট ছয়টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্ট নিয়ে লালমনিরহাটে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নেপালের আর সি ডাবলু ক্লাব বনাম লালমনি সুপারস্টার ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করে লালমনি সুপার স্টার দল।

প্রথম ইনিংসে লালমনি দল ২০ ওভারে সাত ইউকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে নেপালের আর সি ডাবলু ২০ ওভার খেলে নয় উইকেটের বিনিময়ে মাত্র ৬৭ রান সংগ্রহ করে। লালমনি সুপার স্টার ৪৮ রানে জয়লাভ করে।

ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন জুথি। তিনি ৬৭ বলে ৬১ রান করেন। দ্বিতীয় খেলায় অংশ নিচ্ছে সিলেট প্রিন্সেস বনাম মিলান ক্লাব। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৭ এপ্রিল।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ সালামি নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীর কোপে স্বামী হাসপাতালে 
স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু
বাংলাদেশে ঢুকে দুই রাখালকে বিএসএফের গুলি
সেফটিক ট্যাংকে পড়ে কিশোর নিহত
X
Fresh