• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘সুন্দরবনকে এই বছরেই দস্যুমুক্ত ঘোষণা করা হবে’

বাগেরহাট প্রতিনিধি

  ০১ এপ্রিল ২০১৮, ২০:০৩

সুন্দরবনকে এই বছরের মধ্যে দস্যুমুক্ত ঘোষণা করা হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে বনদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সুন্দরবনে আর কাউকে দস্যুতা করতে দেয়া হবে না। বর্তমান সরকারের আমলে জঙ্গি, সন্ত্রাসী ও দস্যুদের এদেশে কোনো ঠাঁই হবে না।

--------------------------------------------------------
আরও পড়ুন: কিশোরগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
--------------------------------------------------------

অনুষ্ঠানের শুরুতেই সুন্দরবনের তিন বাহিনীর ২৭ জন বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী বাহিনী ৩টি হলো জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর বাহিনী, ছোট সুমন বাহিনী এবং মেহেদী হাসান ওরফে ডন বাহিনী।

তারা ১৩টি একনলা বন্দুক, ৩টি বিদেশি দোনলা বন্ধুক, ৪টি ২২ বোর বিদেশি রাইফেল, ৭টি পাইপ গান, ১টি বিদেশি ওয়ান শুটার গানসহ ২৮টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৮১টি গোলাবারুদ জমা দেয়। অন্যদিকে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন প্রদান করে র‌্যাব।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এবং বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে তীব্র তাপদাহ, জনজীবনে স্থবিরতা
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
সিজারের সময় গৃহবধূর মৃত্যু, জীবিত নবজাতক
বিয়েতে রাজি না হওয়ায় বরের দুলাভাইকে হত্যা
X
Fresh