• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কিশোরগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ০১ এপ্রিল ২০১৮, ১৯:১২

কিশোরগঞ্জ সদরের যশোদলে স্থানীয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরে স্থানীয় প্রশাসন অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

রোববার দুপুরে রাসেল আহমেদ তুহিনের(রাষ্ট্রপতির ছেলে) সমর্থিত ছাত্রলীগ ও যুবলীগের একটি গ্রুপ এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সমর্থিত স্থানীয় ছাত্রলীগের একটি গ্রুপের মধ্যে এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এসময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রুপই যশোদলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে এদিন বিকেলে সমাবেশের ঘোষণা দেয়। এনিয়ে সকাল থেকে দুই গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নিলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh